প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৭:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৪, ৬:৩৮ অপরাহ্ণ
কাহালুতে স্কুলের খেলায় বিজয়ী শিক্ষার্থীদের উপর হামলা আহত ৬
বগুড়ার কাহালুতে মাধ্যমিক স্কুল-মাদরাসা পর্যায়ের গ্রীস্মকালীন খেলার অংশ হিসেবে কাহালু সরকারী মডেল উচ্চ বিদ্যালয় বনাম জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঝে কাবাডি খেলা গত মঙ্গলবার বেলা ১১ টায় কাহালু উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় জামগ্রাম উচ্চ বিদ্যালয় বিজয়ী হন। খেলা শেষে জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুল হক তার শিক্ষার্থীদের ব্যাটারী চালিত ইজিবাইকে চড়ে তার বিদ্যালয়ে ফেরার পথে কাহালু-মালঞ্চা রাস্তায় গোয়াল পুকুর এলাকায় পৌছিলে, কাহালু সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের পরাজিত এক দল শিক্ষার্থীরা তাদের উপর লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে।
মারপিটে কমপক্ষে ৬ জন শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে গুরুত্বর আহত সিয়াম ও বোরহানকে কাহালু হাসপাতাল ভর্তি করানো হয়।
বাঁকী শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ী প্রেরণ করা হয়। আহত শিক্ষার্থীরা হলো-আব্দুল্লাহ বাবু সিয়াম ৯ম শ্রেণি,বোরহার উদ্দিন ৯ম শ্রেণি,আমিনুল ইসলাম ৮ম শ্রেণি,মেছবাহ উদ্দিন ১০ম শ্রেণি,আবু হানিফ ১০ম শ্রেণি ও শিবলি সাদিক ১০ম শ্রেণি।
সংবাদ পেয়ে উপজেলা শিক্ষা অফিসার রুহুল আমিন হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে যান। জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে হামলা কারীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেছেন।
Copyright © 2024 প্রিয় খবর 24. All rights reserved.