1. admin@priyokhabar24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উদ্যোক্তা গ্রুপের সহায়তায় যশোর শীতবস্ত্র বিতরণ ধামরাইয়ে উদ্যোক্তা গ্রুপের শীতবস্ত্র বিতরণ হাসিনা র-এর প্রত্যক্ষ মদদে ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করেছে : নিজাম উদ্দিন ফারুক সোনাইমুড়ীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ ও প্রবীণদের সন্মাননা প্রদান চাটখিলে আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক বিল্ডিং নির্মাণের অভিযোগ নোয়াখালীতে যুবদল নেতা শামিম ও মধুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল নোয়াখালীতে জামায়াতের কর্মী সম্মেলন চাটখিলে বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম, আহত-০৩ নোয়াখালী বাপুসের সহ-সভাপতির মাতৃবিয়োগ বৈষম্যের অবসান ঘটিয়ে মাওলানা সাদকে আনতে স্মারক লিপি প্রদান

চাটখিলে আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক বিল্ডিং নির্মাণের অভিযোগ

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১২ বার পঠিত

আদালতের নির্দেশ অমান্য করে চাটখিল উপজেলার পশ্চিম শোশালিয়া গ্রামের আব্বাস আলী ব্যাপারী বাড়ির বেলাল হোসেন পরিবারের বসত বাড়ির ভূমিতে জোরপূর্বক বিল্ডিং নির্মাণের অভিযোগ উঠেছে একই বাড়ির মহিন উদ্দিনের পরিবারের বিরুদ্ধে।

আদালতের নির্দেশের আলোকে এবং আইন শৃঙ্খলা অবনতির আশংকা থাকায় বৃহস্পতিবার দুপুরে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধের নির্দেশ দেয়। বেলাল হোসেনের পুত্রবধূ মামলার বাদী খোদেজা বেগম ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তার শশুর বেলাল হোসেন ওয়ারিশি সূত্রে বাড়ির উপর বি.এস খতিয়ানের ৯৩১, এম.আর.আর খতিয়ানের সাবেক ২১২ দাগ হালে ৪৪০ দাগে ২৭ শতাংশ ভূমির মালিক হয়। তাদের ঘরের সামনের উঠান ও চলাচলের রাস্তা দখল করে বিগত ৩ বছর পূর্বে মহিন উদ্দিনের পরিবার বিল্ডিং নির্মাণ করে। তখন বাড়িতে কোন পুরুষ না থাকায় বাধা দিয়েও তাদের রুখাতে পারেনি। নিরুপায় হয়ে আদালতে মামলা দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে উক্ত বিরোধীয় ভূমিতে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করে। এস.আই মোহাম্মদ রফিকুল ইসলাম বলছেন তিনি ১২ই নভেম্বর আদালতে নির্দেশক্রমে নোটিশজারী করেন। কিন্তু জোতদার মহিন উদ্দিন আদালতের নির্দেশকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে পূনরায় বৃহস্পতিবার সকাল থেকে নির্মাণ শ্রমিক নিয়ে কাজ শুরু করে।

বাধা দেয়ায় বিল্ডিংয়ের ভিতর থেকে ইটের কনা ও গরম পানি বেলাল হোসেনের মেয়ে রেহানা, পুত্রবধূ নুপুর ও শাহীনুরকে আহত করে। এক পর্যায়ে ৯৯৯ ফোন দিলেও পুলিশ তাৎক্ষনিক না এসে দীর্ঘ ৩ ঘন্টা পর এসে বিবাধীদের কাজ বন্ধের নির্দেশ দেয় এবং উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেয়। বেলাল হোসেনের পুত্রবধূ আরো জানায়, পুলিশ চলে যাওয়ার পর তারা পূনরায় কাজ শুরু করে।

এলাকাবাসী জানায়, দীর্ঘ দিন থেকে দুই পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় বহু শালিস-দরবার হয়েছে। কিন্তু কেউ মানতে রাজি নয়। এস.আই রফিক জানায়, আদালতের নিষেধাজ্ঞা থাকায় কাজ বন্ধ ছিল। তবে আইন শৃঙ্খলা ও শান্তি রক্ষার্থে কাজ বন্ধ করে উভয়পক্ষকে থানায় বসতে বলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগড়ির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ প্রিয় খবর 24
Theme Customized BY SHAKIL IT PARK