চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
চাটখিল উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ২০২৩ সালের বৃত্তি পরীক্ষার বৃত্তি বিতরণী অনুষ্ঠান শনিবার সকালে চাটখিল মহিলা ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়, অ্যাসোসিয়েশনের সভাপতি ডা: এম এ নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃত্তি বিতরণ করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন।
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল বারাকাত এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, চাটখিল থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান পাটোয়ারী, কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের পরীক্ষা নিয়ন্ত্রক দিদার উল আলম, চাটখিল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহ-সভাপতি জয়নাল আবেদীন মিলন। এছাড়াও বক্তব্য রাখেন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর সদস্য আনোয়ার হোসেন এবং কোষাধক্ষ্য রাশেদ আলম।
অনুষ্ঠানে চাটখিল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন