চাটখিল প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে পাওনা টাকা চাওয়ায় মারিয়া সুলতানা শান্তা নামের একজন স্বামী পরিত্যক্তা নারীকে বিভিন্ন ভাবে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি বজলুর রহমান লিটনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে আজ চাটখিল পৌর বাজারে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী মারিয়া সুলতানা শান্তা অভিযোগ করে বলেন, আমি স্বামী পরিত্যক্ত, আমার দুইটি ছেলে সন্তান আছে। আমি দীর্ঘ ৬ বছর থেকে সেন্ট্রাল হসপিটালের উপরে ভি.পি লিটনের মালিকানাধীন ফ্লাটে ভাড়া থাকি। ভি.পি লিটনের মালিকীয় বাসায় ভাড়া থাকা এবং বিগত সরকারের সময়ে পদধারী নেতা হিসাবে আমি তাকে আমার অভিভাবক হিসাবে গত ৫ই জানুয়ারী ২০২৩ ইং সালে নগদ ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা জামানত হিসাবে রাখি। জামানতকালে শর্ত হিসাবে কথা ছিল ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকার ইন্টারেস্ট প্রতি মাসে ৭,০০০/- (সাত হাজার) করে দিবে। কিন্তু তিনি আমাকে ইন্টারেস্টের কোন টাকাতো দেয় নি বরং আমার ৭,০০, ০০০/- (সাত লক্ষ) টাকা চাইলে সে আমাকে বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখিয়ে ক্ষমতার দাপট খাটাইতো।
তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে ভি.পি লিটন আমাকে কূ-প্রস্তাব দেন। আমি তার কূ-প্রস্তাবে রাজি না হলে তিনি আমাকে বিভিন্ন ভাবে ভয়-ভীতি দেখিয়ে হয়রানির স্বীকার করেন। আজ প্রায় ১ মাস উনার হাসপাতালের লোক দ্বারা আমার ফ্লাটের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয় এবং পানির সংযোগও বন্ধ করে দেয়। এখন পানি এবং বিদ্যুৎ না থাকায় আমি আমার বাচ্চাদের নিয়ে থাকা অনেক কষ্ট কর হয়ে পড়েছে।
এই প্রতারকের কাছ থেকে ভুক্তভোগীর প্রাপ্য টাকা উদ্ধারে প্রসশানের কাছে সহযোগীতা ও প্রাপ্য বিচার কামনা করেন তিনি।