1. admin@priyokhabar24.com : admin :
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাটখিলে সাবেক এমপি সালাউদ্দিন কামরানের আগমনে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিএনপি নেতা হত্যা মামলার আসামিকে আদালতে প্রেরণ চাটখিলে গাঁজাসহ ০১ জন মাদক কারবারী আটক চাটখিল আইডিয়াল স্কুলের উদ্বোধনী ও বই উৎসব অনুষ্ঠিত নোয়াখালীতে  জিয়া সাইবার ফোর্স জেলা সভাপতি  মনির, সম্পাদক  শাহাজান নোয়াখালীতে দুস্থ শীতার্তদের কম্বল দিয়েছে বিকল্প ধারা চাটখিলে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মামুন সমর্থিতদের বিশাল র‌্যালি বেদখল হওয়া ইসলামী ব্যাংক পুণ:রুদ্ধার করেছে জামায়েত ইসলাম : ইসহাক খন্দকার তাবলীগের উভয়পক্ষই সারাদেশে কার্যক্রম চালাতে পারবে : সরকারের নতুন নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এদেশের দামাল ছেলেরা এক চাঁদাবাজকে ছেড়ে আরেক চাঁদাবাজকে আসতে দেবেনা- ইসহাক খন্দকার

চাটখিলে ২ যুগের ফলাফলে মহিলা ডিগ্রি কলেজ সবার শীর্ষে

প্রিয় খবর 24 ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১২১ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে ২ যুগের ফলাফল অনুসন্ধান করে পাওয়া যায়, চাটখিল মহিলা ডিগ্রি কলেজ জিপিএ ফাইভ এর ভিত্তিতে উপজেলার সকল কলেজের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে। আজ রবিবার (১৫ অক্টোবর) প্রকাশিত সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের ফলাফলে নোয়াখালীর চাটখিলে জিপিএ ফাইভ পেয়েছে মোট ৪০ জন শিক্ষার্থী। বরবারের মতো সর্বোচ্চ জিপিএ ফাইভ পেয়েছে চাটখিল মহিলা কলেজের শিক্ষার্থীরা।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, চাটখিল মহিলা কলেজের ১৬ জন, চাটখিল সরকারি মাহবুব কলেজের ১৩ জন, সোমপাড়া কলেজের ৭ জন, আব্দুল ওহাব কলেজের ২ জন, চাটখিল কামিল মাদ্রাসার ১ জন ও শ্রীরায় মহিলা মাদ্রাসার ১ শিক্ষার্থী এবছর উচ্চমাধ্যমিকে জিপিএ ফাইভ পেয়েছেন।

তিনটি বোর্ড মিলিয়ে এই উপজেলায় মোট ১ হাজার ৮ শত ১ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে মোট পাশ করেছে ১ হাজার ৩ শত জন।

কুমিল্লা বোর্ডের অধীনে উপজেলার ৫টি কলেজ থেকে এবছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট ১ হাজার ৫ শত ২৩ জন। তার মধ্যে পাশ করেছে ১ হাজার ৫৫ জন এবং জিপিএ ফাইভ পেয়েছে ৩৮ জন। কলেজগুলোতে পাশের হার শতকরা ৭১.১৫ ভাগ।

৮টি মাদরাসা থেকে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ শত ৯৯ জন। তার মধ্যে পাশ করেছে ১ শত ৭৭ জন এবং জিপিএ ফাইভ পেয়েছে ২ জন। জিপিএ ফাইভ পেয়েছে ২ জন। মাদরাসাগুলোতে পাশের হার শতকরা ৮৮.০৯ ভাগ।

কারগরির দ্বাদশ শ্রেণির বিএমটি পরীক্ষায় ২টি কলেজ থেকে অংশগ্রহণ করেছে ৭৬ জন শিক্ষার্থী। তার মধ্যে পাশ করেছে ৬৮ জন। কারিগরি কলেজগুলোতে পাশের হার শতকরা ৯৩.৪০ ভাগ।

গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী আট দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তা বাতিল করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগড়ির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ প্রিয় খবর 24
Theme Customized BY SHAKIL IT PARK