স্টাফ রির্পোটার:
নোয়াখালীর চাটখিলে বাড়াটে সন্ত্রাসী দিয়ে হত্যার চেষ্টা অভিযোগে চাটখিল স্কয়ার হাসপাতালের এমডি ও চাটখিল উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মো সোহাগ, পরিচালক নৃপতি ভূষণ দাস, সুপারভাইজার জাকিরের বিরুদ্ধে চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হাসপাতালটির প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল্লাহ মানিক।
বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর বিকেলে চাটখিল থানায় লিখিতভাবে এই অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পরকোট ইউনিয়নের শামসুল আলমের ছেলে সোহাগ (৪৩) ২০২১ সালে চাটখিল স্কয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণ পরবর্তীতে ব্যবস্থাপনা পরিচালক পদের অপব্যবহার করে ব্যবস্থাপনা কমিটিকে বাদ দিয়ে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড করে আসছে। হাসপাতালের আর্থিক লেনদেনের জন্য শাহজালাল ব্যাংক এর চাটখিল শাখায় (৩০২৩১২৪০০০০০০২৩) হিসেব নং খোলা হলেও উক্ত হিসাবে টাকা না জমা দিয়ে প্রায় তিন কোটি টাকা আত্মসাৎ করে। সেই সাথে হাসপাতালের একমাত্র ফার্মেসিটির দীর্ঘ আড়াই বছরের কোন হিসাব-নিকাশ না দিয়ে প্রায় ৬০ লক্ষ টাকা আত্মসাৎ করে। এ বিষয়ে হাসপাতালের পরিচালক সাইফুল্লাহ মানিক সহ অন্যান্য পরিচালকগণ প্রতিবাদ করলে সোহাগ পরিচালকদের গুম ও হত্যার হুমক প্রদান করেন। সেই সাথে সাইফুল্লাহ মানিক সহ কয়েকজন পরিচালকের নাম হাসপাতালের বেতন ভাতা থেকে বাদ দিয়ে দেন।
এই বিষয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সোহাগের বিরুদ্ধে নোয়াখালী বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৭ নং আমলি আদালতে সি আর ১৩৭/২৪ মামলা দায়ের করেছেন হাসপাতালটির প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল্লাহ মানিক।
গত ৫ আগস্ট আওয়ামী স্বৈরাচার সরকার পালিয়ে যাওয়ার পর হাসপাতাল বন্ধ করে আত্ম গোপনে চলে যায় সোহাগ, এর পর ৭ আগস্ট সকাল ১০:৩০ মিনিটে হাসপাতালের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নাম করে প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল্লাহ মানিককে মোবাইলে ফোন দিয়ে হাসপাতালে ডেকে আনে সোহাগ। মানিক হাসপাতালে আসলে উক্ত হাসপাতালে পূর্বে থেকে অবস্থান করা ১০/১৫ বাড়াটে সন্ত্রাসী সহ দেশীয় অস্ত্র দিয়ে মানিকের উপর অতর্কিত হামলা চালিয়ে হত্যা চেষ্টা করে। এ সময় মানিকের শোরচিৎকার শুনে আশেপাশের লোক এসে মানিককে উদ্ধার করে।
চাটখিল থানা পুলিশের ওসি (তদন্ত) বিমল কর্মকার অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন চাটখিল স্কয়ার হাসপাতালের পরিচালক সাইফুল্লাহ মানিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ সহ তিনজনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দিয়েছে বিষয়টি আমরা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব।