নোয়াখালী জেলায় আলোচিত বন্যা পরিস্থিতির ভয়াবহতা এবং মানবিক বিপর্যয় রোধে দুর্গত এলাকার মানুষের সংকট নিরসনে দ্বীপ উন্নয়ন সংস্থা পুনর্বাসন কাজে JAPAN AGENCY FOR DEVELOPMENT AND EMERGENCY (JADE) থেকে Relief Assistance to Provide NFI to Bangladesh Flood Victims শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় নোয়াখালী জেলার ০৬টি উপজেলা (নোয়াখালী সদর, কবিরহাট, বেগমগঞ্জ, সোনাইমুড়ি, সেনবাগ, চাটখিল)-এর ক্ষতিগ্রস্থ ২০০০ পরিবারকে খাদ্য ও গ্রহস্থালী তৈজসপত্র সরবরাহ করা হয়।
প্রকল্পের প্রধান নির্বাহী কর্মকর্তা Hiroto TANAKA ২২ অক্টোবর ২০২৪ ইং দ্বীপ উন্নয়ন সংস্থার মাইজদী শাখায় বন্যা আক্রান্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করছেন। তিনি হতদরিদ্র, বিধবা, স্বামী পরিত্যাক্তা, প্রতিবন্ধি পরিবার সমূহে দ্বীপ উন্নয়ন সংস্থার এমন মানবিক সহায়তার জন্য সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি দ্বীপ উন্নয়ন সংস্থা ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের বহুমূখী সংকট মোকাবেলায় সরকারের সকল পক্ষকে (জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার) একিভূত করে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করায় এবং সরকারের সকল পক্ষ এতে সম্পৃক্ত হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারসমূহের সাথে তিনি সরাসরি সম্পৃক্ত হয়ে ত্রাণ বিতরন কার্যক্রম পরিচালনা করেন।
দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রফিকুল আলম সংস্থার এমন মানবিক ও পুনর্বাসন কার্যক্রমের আশাবাদ ব্যক্ত করে বলেন, হতদরিদ্র মানুষকে কিভাবে দীর্ঘমেয়াদে উন্নয়নের কাছাকাছি নিয়ে যাওয়া যায় সেটি আমাদের পুনর্বাসন কার্যক্রমের অন্যতম একটি লক্ষ্য। তিনি এ কার্যক্রমের সঙে ৮টি এলাকার ৪০ জন ভলেন্টিয়ারকেও সম্পৃক্ত করেছেন যাতে এ সকল ভলেন্টিয়ার বন্যা পরবর্তী সময়েও কমিউনিটির মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে নানাবিধ কার্যক্রমে ধারাবাহিকভাবে যুক্ত থাকতে পারেন।