আবু বকর ছিদ্দিক, নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর সাধারণ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে বেগমগঞ্জ ইনস্টিটিউট এর সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে চৌরাস্তায় অবস্থান নিয়ে সাংবাদিকদের সামনে বিভিন্ন দাবি বক্তব্যের মধ্যে তুলে ধরেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ইন্সটিটিউটের ৬ষ্ঠ পর্বে অধ্যয়নরত শিক্ষার্থী রায়হান উদ্দিন শামীম, মোঃ রিয়াদ হোসেন, ইকবাল হোসেন ও রায়হান খান এবং ২য় পর্বের শিক্ষার্থী নাইমা।
শিক্ষার্থীরা বলেন উচ্চশিক্ষা কারো দয়া নয় এটা আমাদের অধিকার সুতরাং আমাদের অধিকার আমরা আদায় করে ছাড়বো। এরপর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলের মাধ্যমে নিজেদের ইনস্টিটিউটে প্রবেশ করেন।
এ বিষয়ে ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. জাকির হোসেন বলেন, আমরা শিক্ষির্থীদের যুক্তিক দাবী গুলো উধ্বর্তন কর্তৃপক্ষদের জানাবো এবং তাদের দাবী বাস্তবায়নে শিক্ষকদের পক্ষ থেকে পূর্ণ সহায়তা দেওয়ার আশ্বাস প্রদান করা হয়।