বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, ‘একজন শ্রমিক কর্মী হচ্ছেন একজন নেতা। আপনি যে পেশায় আছেন আপনি সে পেশার নেতা। হোটেল, দোকান ও কৃষি’সহ দেশে যতো পেশা আছে সকল পেশায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীদের অংশগ্রহণ থাকতে হবে।কোনে পেশায় যেনো শ্রমিকরা হয়রানির শিকার না হয় সেটির প্রতি সজাগ থাকতে ফেডারেশনের নেতাকর্মীদের আহবান জানান তিনি।
শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে নোয়াখালী শহর শাখার আয়োজনে অনুষ্ঠিত শ্রমিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন অ্যাডভোকেট আতিকুর রহমান।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের নোয়াখালী শহর শাখার সভাপতি মাহবুবুর রহমান রিয়াদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরান হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার প্রধান উপদেষ্টা ইসহাক খন্দকার, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক, সাধারণ সম্পাদক মাওলানা মো. ইউছুফ’সহ আরও অনেকে।
বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য। শ্রমিকরা দেশের মুল চালিকা শক্তি। শ্রমিকদের সম্মান দেওয়ার পাশাপাশি তাদের বিপদে আপদে সবাইকে পাশে থাকতে হবে।