নোয়াখালীর চাটখিল থেকে পপি আক্তার ফারজানা (২২) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় পুলিশ মরদেহটি উদ্ধার করে।
শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় নিহতের নিজ বাড়ি সোনাইমুড়ি উপজেলার মাহুতলা গ্রামের সোহরাওয়ার্দী হাজী বাড়িতে তাকে দাফন করা হয়।
নিহত পপি আক্তার ফারজানার মরদেহটি চাটখিল পৌরসভার ভীমপুর গ্রামের ইয়াসিন বেপারী বাড়ির গৃহবধূর স্বামী ওমর ফারুকের বসতঘর থেকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, নিহত গৃহবধূ পপি আক্তার ৩য় তলার বসত ঘরে ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শ্বশুর বাড়ির লোকজন তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি থানায় নিয়ে যায়। নিহত গৃহবধুর গলায় একটি কালো দাগ দেখা যায়।
নিহত গৃহবধূর বাবা লোকমান হোসেন বলেন, 'পপির ৬ বছর বয়সী ওহি নামের একটি ছোট মেয়ে আছে। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা খতিয়ে দেখা উচিত। আমরা এই ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করছি।
চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরী বলেন, 'মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই ঘটনায় চাটখিল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।