কানপুর টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ভারতের বিপক্ষে ৩ উইকেটে ১০৭ রান তুলেছে বাংলাদেশ। বৃষ্টি ও আলোকস্বল্পতা মিলিয়ে প্রথম দিনে খেলা হয়েছে কেবল ৩৫ ওভার।দেড় বছর পর তিন নম্বরে ব্যাট করতে নেমে ৭ চারে ৪০ রানে অপরাজিত আছেন মুমিনুল।
বৃষ্টি ও ভেজা মাঠের কারণে সকালে খেলা শুরু হতে দেরি হয় আধ ঘণ্টা। চেন্নাই টেস্ট থেকে দুটি পরিবর্তন নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানার বদলে জায়গা পান সৈয়দ খালেদ আহমেদ ও স্পিনার তাইজুল ইসলাম।
ভারত আগের টেস্টের একাদশ অপরিবর্তিত রাখে। তিন পেসার নিয়ে টস জিতে বোলিং নেন রোহিত শার্মা।
বাংলাদেশের দুই ওপেনারকে ফেরান আকাশ দিপ। উদ্বোধনী জুটি ভাঙে ২৪ রানে। ২৪ বল খেলে রান না করে আউট হন জাকির হাসান। বাংলাদেশের টপ অর্ডারে টেস্টে সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউটের রেকর্ড এটি।
সাদমান ইসলাম আউট হন ২৪ রানে।তৃতীয় উইকেটে ৫১ রানের জুটির পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩১ রানে বিদায় নেন রাভিচান্দ্রান অশ্বিনের বলে।
এরপর আলোকস্বল্পতায় বন্ধ হয় খেলা। পরে বৃষ্টির নামায় দুপুরেই শেষ করে দেওয়া হয় দিনের খেলা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৫ ওভারে ১০৭/৩ (জাকির ০, সাদমান ২৪, মুমিনুল ৪০*, শান্ত ৩১, মুশফিক ৬*; বুমরাহ ৯-৪-১৯-০, সিরাজ ৭-০-২৭-০, অশ্বিন ৯-০-২২-১, আকাশ ১০-৪-৩৪-২)