হারিকেন হেলেনের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট প্রাণহানি গিয়ে ঠেকলো ১৬৬ জনে। মৃতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা উদ্ধারকর্মীদের। আজ বুধবার (২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।
হারিকেন হেলেনের তীব্রতায় লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা, ফ্লোরিডাসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য। শক্তিশালী স্রোতের তোড়ে ভেসে গেছে অসংখ্য ঘরবাড়ি। ক্ষতিগ্রস্থ হয়েছে গাছপালা, রাস্তাঘাট ও বৈদ্যুতিক খুঁটি।
উদ্ধার কাজে হেলিকপ্টার, নৌযান নিয়ে নিয়োজিত রয়েছে অভিজ্ঞ উদ্ধারকারী বাহিনী। নদ-নদীর পানি ভয়ংকর রুপ ধারণ করায় দুর্গম এলাকায় যেতে বেগ পেতে হচ্ছে তাদের। খাবার ও পানি সরবরাহ ব্যাহত হচ্ছে অঞ্চলগুলোতে।