আউটলুক ইন্ডিয়া: ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের পতনের পর পেরিয়ে গেছে ৩ সপ্তাহ। দেশ এখন একটি উত্তরণের সন্ধিক্ষণে। একজন কর্মী ও সমন্বয়ক হিসেবে বিপ্লব-পরবর্তী বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার মূল্যায়ন কী?
তাপসী দে প্রাপ্তি: শেখ হাসিনার একনায়কতান্ত্রিক শাসনামলে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো ব্যাপকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছিল। দেশে একটি এক দলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়েছিল যেখানে আওয়ামী লীগ এবং এর সঙ্গে জড়িতদেরই সুবিধা দিত। সব প্রতিকূলতার পরও আমরা এখন বিগত সরকারের দুর্নীতি ও নিপীড়নমূলক শাসনব্যবস্থাকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে জাতিকে পুনর্গঠনের দিকে মনোনিবেশ করেছি।
যদিও প্রতিটি স্বাধীনতাকামী বাংলাদেশি নাগরিকের প্রধান অগ্রাধিকার ছিল পূর্ববর্তী সরকারের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটানো, তবে এটা মনে রাখা জরুরি যে—আমাদের বিপ্লব কেবল হাসিনার সরকারকে উৎখাত করা ছিল না। এমন অনেক পরিবর্তন রয়েছে, যার জন্য আমাদের এখনো লড়াই করতে হবে। দায়মুক্তির সংস্কৃতিকে ধ্বংস করতে হবে, যে কোনো মূল্যে নারীর প্রতি যৌন নিপীড়ন ও বৈষম্য বন্ধ করতে হবে, পার্বত্য চট্টগ্রামে সামরিক শাসন দূর করতে হবে এবং সরকারকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যান্য প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কারও নিশ্চিত করতে হবে। এসব পরিবর্তন ছাড়া বিপ্লবকে কখনোই সফল বলে গণ্য করা যায় না। আজকের বাংলাদেশ আমাদের শহীদ ভাইদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে আছে যাদের জুলাই-আগস্টের বিক্ষোভ-আন্দোলনে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমরা তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না।