1. admin@priyokhabar24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উদ্যোক্তা গ্রুপের সহায়তায় যশোর শীতবস্ত্র বিতরণ ধামরাইয়ে উদ্যোক্তা গ্রুপের শীতবস্ত্র বিতরণ হাসিনা র-এর প্রত্যক্ষ মদদে ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করেছে : নিজাম উদ্দিন ফারুক সোনাইমুড়ীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ ও প্রবীণদের সন্মাননা প্রদান চাটখিলে আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক বিল্ডিং নির্মাণের অভিযোগ নোয়াখালীতে যুবদল নেতা শামিম ও মধুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল নোয়াখালীতে জামায়াতের কর্মী সম্মেলন চাটখিলে বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম, আহত-০৩ নোয়াখালী বাপুসের সহ-সভাপতির মাতৃবিয়োগ বৈষম্যের অবসান ঘটিয়ে মাওলানা সাদকে আনতে স্মারক লিপি প্রদান

সাক্ষাৎকারহিন্দুরা কারও রাজনৈতিক ঘুঁটি হবে না, আউটলুক ইন্ডিয়াকে সমন্বয়ক তাপসী

প্রিয় খবর 24 ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬ বার পঠিত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের নেতৃত্বদাতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা তাপসী দে প্রাপ্তি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্রী তাপসী সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আউটলুককে এক সাক্ষাৎকার দিয়েছেন। তাতে গণঅভ্যুত্থানোত্তর বাংলাদেশের সামাজিক-রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। নবগঠিত অন্তর্বর্তী সরকার, প্রশাসনিক সংস্কার, নারীর অধিকার ও নতুন বাংলাদেশের সামনে থাকা সুযোগ ও চ্যালেঞ্জসহ নানা বিষয় সাক্ষাৎকারে উঠে এসেছে।

আউটলুক ইন্ডিয়া: ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের পতনের পর পেরিয়ে গেছে ৩ সপ্তাহ। দেশ এখন একটি উত্তরণের সন্ধিক্ষণে। একজন কর্মী ও সমন্বয়ক হিসেবে বিপ্লব-পরবর্তী বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার মূল্যায়ন কী?

সাক্ষাৎকার

হিন্দুরা কারও রাজনৈতিক ঘুঁটি হবে না, আউটলুক ইন্ডিয়াকে সমন্বয়ক তাপসী

অনলাইন ডেস্ক 
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের নেতৃত্বদাতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা তাপসী দে প্রাপ্তি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্রী তাপসী সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আউটলুককে এক সাক্ষাৎকার দিয়েছেন। তাতে গণঅভ্যুত্থানোত্তর বাংলাদেশের সামাজিক-রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। নবগঠিত অন্তর্বর্তী সরকার, প্রশাসনিক সংস্কার, নারীর অধিকার ও নতুন বাংলাদেশের সামনে থাকা সুযোগ ও চ্যালেঞ্জসহ নানা বিষয় সাক্ষাৎকারে উঠে এসেছে।

তাপসী দে প্রাপ্তি। ছবি: ফেসবুক আউটলুক ইন্ডিয়া: ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের পতনের পর পেরিয়ে গেছে ৩ সপ্তাহ। দেশ এখন একটি উত্তরণের সন্ধিক্ষণে। একজন কর্মী ও সমন্বয়ক হিসেবে বিপ্লব-পরবর্তী বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার মূল্যায়ন কী?

তাপসী দে প্রাপ্তি: শেখ হাসিনার একনায়কতান্ত্রিক শাসনামলে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো ব্যাপকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছিল। দেশে একটি এক দলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়েছিল যেখানে আওয়ামী লীগ এবং এর সঙ্গে জড়িতদেরই সুবিধা দিত। সব প্রতিকূলতার পরও আমরা এখন বিগত সরকারের দুর্নীতি ও নিপীড়নমূলক শাসনব্যবস্থাকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে জাতিকে পুনর্গঠনের দিকে মনোনিবেশ করেছি।

যদিও প্রতিটি স্বাধীনতাকামী বাংলাদেশি নাগরিকের প্রধান অগ্রাধিকার ছিল পূর্ববর্তী সরকারের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটানো, তবে এটা মনে রাখা জরুরি যে—আমাদের বিপ্লব কেবল হাসিনার সরকারকে উৎখাত করা ছিল না। এমন অনেক পরিবর্তন রয়েছে, যার জন্য আমাদের এখনো লড়াই করতে হবে। দায়মুক্তির সংস্কৃতিকে ধ্বংস করতে হবে, যে কোনো মূল্যে নারীর প্রতি যৌন নিপীড়ন ও বৈষম্য বন্ধ করতে হবে, পার্বত্য চট্টগ্রামে সামরিক শাসন দূর করতে হবে এবং সরকারকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যান্য প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কারও নিশ্চিত করতে হবে। এসব পরিবর্তন ছাড়া বিপ্লবকে কখনোই সফল বলে গণ্য করা যায় না। আজকের বাংলাদেশ আমাদের শহীদ ভাইদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে আছে যাদের জুলাই-আগস্টের বিক্ষোভ-আন্দোলনে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমরা তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না।

Facebook Comments Box
এই ক্যাটাগড়ির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ প্রিয় খবর 24
Theme Customized BY SHAKIL IT PARK