সোনাইমুড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে উপজেলা বীর বিক্রম শহীদ মোজাফফর আহমেদ মিলনায়তনে সোনাইমুড়ি উপজেলায় বন্যা পুনর্বাসন সংক্রান্ত সভা ও ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোনাইমুড়ি উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমার সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.শুভ সূত্রধর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেশকাতুর রহমান, উপজেলা মৎস কর্মকর্তা মো. সুফি আহমেদ, ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রজেক্ট অফিসার জিএম শামছুজ্জোহা ও আমিনুল ইসলাম, নাটেশ্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান,অম্বরনগর ইউনিয়ন পরিষদ সচিব, ফায়ার সার্ভিসের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ উপস্থিত ছিলেন।
এ সময় বন্যা পুনর্বাসন প্রকল্প বাস্তবায়নে সকলে নিজ নিজ দায়িত্ব থেকে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।