চাটখিলে স্বামী পরিত্যক্তা মারিয়া সুলতানা শান্তা (৩৪) এর অসামাজিক ও অনৈতিক কর্মকান্ডে অতিষ্ট হয়ে সমাজকে বাঁচাতে আজ সোমবার ২১ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় ও চাটখিল থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করেন চাটখিল পৌরসভার ৬নং ওয়ার্ডের এলাকাবাসী।
অভিযোগ সূত্র বলছে, চাটখিল পরকোট ইউনিয়নের হোসেনপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে মারিয়া সুলতানা (শান্তা) দীর্ঘ কয়েক বছর পূর্বে চাটখিল পৌরসভাস্থ বজলুর রহমান লিটন নামের এক বাড়িওয়ালার বাসায় ভাড়ায় উঠেন। ভাড়া নেওয়ার পর থেকে সে বে-পরোয়া চলাফেরা শুরু করে এবং বাসায় বিভিন্ন ধরনের লোকজন আসা যাওয়া শুরু করে। এতে বাড়ির মালিকের সন্দেহ হলে তাকে বাসা ছেড়ে দেওয়ার জন্য বল্লে সে ইহাকে কর্ণপাত করেনি।
স্থানীয়রা জানায়, শান্তার ইতিপূর্বে ৪টি বিবাহ হয়েছে। ৪র্থ স্বামী থেকেও সে তালাক প্রাপ্ত। সে চরিত্রহীন হওয়ায় তার স্বামীরা তাকে তালাক দিয়ে দেয়। বর্তমানে সে বাসা ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়া ফেসবুক ও টিকটকে নানা অঙ্গভঙ্গীর অশ্লীল ছবি পোস্ট করছে। তার এহেন কর্মকান্ডের প্রতিবাদ করলেই হেনস্থতার শিকার হচ্ছে এলাকাবাসী।
পাশ্ববর্তী বাসার মালিক রাজা মিয়া বলেন, মুসলিম নারীর রীতি নীতি এর মধ্যে নেই বল্লেই চলে এই নারী। তাহার পোশাক পরিচ্ছেদ চলাফেলা বেহায়াপনায় আমাদের নারী সমাজকে কলংকিত করেছে। সে স্বামী পরিত্যাক্ত মহিলা বেশ্যাবৃদ্ধি পেশায় নিয়োজিত বলে সমাজে কথিত আছে। তার কারণে এলাকার যুব সমাজ বিপদগামী হচ্ছে।
এ ব্যাপারে চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, মারিয়া সুলতানা শান্তা নামের এক নারীর বিরুদ্ধে এলাকাবাসীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।