সম্প্রতি ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে দখলদার দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরাইলের বড় বড় নেতা থেকে শুরু করে সাধারণ নাগরিকের মাঝেও। এমনকি ইসরাইলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও নাকি ভয় পেয়েছিলেন!
জানা গেছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে কিছু হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও ছিল, যা ইসরাইলের আকাশসীমায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে ইসরাইলজুড়ে সাইরেন বাজতে শুরু করে। হাজার হাজার মানুষ নিরাপত্তার জন্য বাঙ্কার ও আশ্রয়স্থলে ছুটে যায়।
এরই মাঝে কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও ক্লিপ শেয়ার করা হয়। যেখানে বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি বাঙ্কারের হলওয়েতে দৌড়াতে দেখা যায়।