1. admin@priyokhabar24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উদ্যোক্তা গ্রুপের সহায়তায় যশোর শীতবস্ত্র বিতরণ ধামরাইয়ে উদ্যোক্তা গ্রুপের শীতবস্ত্র বিতরণ হাসিনা র-এর প্রত্যক্ষ মদদে ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করেছে : নিজাম উদ্দিন ফারুক সোনাইমুড়ীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ ও প্রবীণদের সন্মাননা প্রদান চাটখিলে আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক বিল্ডিং নির্মাণের অভিযোগ নোয়াখালীতে যুবদল নেতা শামিম ও মধুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল নোয়াখালীতে জামায়াতের কর্মী সম্মেলন চাটখিলে বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম, আহত-০৩ নোয়াখালী বাপুসের সহ-সভাপতির মাতৃবিয়োগ বৈষম্যের অবসান ঘটিয়ে মাওলানা সাদকে আনতে স্মারক লিপি প্রদান

স্প্যানিশ ভাষায় আনিসুজ জামানের প্রথম উপন্যাস

প্রিয় খবর 24 ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২১ বার পঠিত

স্প্যানিশ ভাষায় প্রকাশিত হলো আমেরিকা প্রবাসী বাংলাদেশি লেখক ও অনুবাদক আনিসুজ জামানের প্রথম উপন্যাস ‘princesa negra de dos estambres’ (Black princess of two strands)। ‘ফ্রাঙ্কফুর্ট বইমেলা ২০২৪’-কে সামনে রেখে উপন্যাসটি প্রকাশ করেছে মেক্সিকোর প্রকাশনা সংস্থা ‘এদিসিওন দেল লিরিও’।

লেখক আনিসুজ জামানকে ‘সমকালীন স্প্যানিশ সাহিত্যের নতুন কণ্ঠস্বর’ উল্লেখ করে স্প্যানিশ ভাষার পত্রিকা altiempo.mx এবং cronica.com.mx লিখেছে— “এই উপন্যাসের কাব্যিক ভাষার মধ্য দিয়ে পাঠক পারিবারিক সম্পর্কের জটিলতার মধ্যে নিজেকে এবং নিজেকে অসহায়ত্বকে আবিষ্কার করবেন। উপন্যাসের চরিত্ররা মেক্সিকোতে নিজেদের পারিবারিক ঐতিহ্যের মধ্যে তাদের অস্তিত্বের ঐতিহাসিক পরিপ্রেক্ষিত অন্বেষণ করে যাচ্ছে।উপন্যাসটির ভাষা প্রতীকনির্ভর হওয়ার কারণে পরতে পরতে ছড়িয়ে আছে বহুকৌণিক সম্ভাবনা।”

কাশক জানান, “নারী-পুরুষ সম্পর্কের মধ্য দিয়ে উপন্যাসের রাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ক্ষমতার দ্বন্দ্ব উঠে এসেছে। তাছাড়া শরণার্থী সমস্যা, নারীর আত্মপরিচয়ের সংকটও এই উপন্যাসের গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হয়ে উঠেছে।”

বাংলা ভাষায় দুটি গল্পগ্রন্থ প্রকাশের পর স্প্যানিশ ভাষায় নিজের প্রথম উপন্যাস প্রকাশ নিয়ে লেখক বলেন— “স্প্যানিশ সাহিত্যের সঙ্গে, এখানকার লেখক ও প্রকাশকদের সঙ্গে আমার পরিচিতি এক দশকেরও বেশি সময় ধরে। আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মা নদীর মাঝি’, জহির রায়হানের ‘হাজার বছর ধরে’ ও মাহমুদুল হকের ‘কালো বরফ’ স্প্যানিশ ভাষায় অনুবাদ করেছি। বাংলা ছোটগল্পের একটা সংকলনও আমি স্প্যানিশে অনুবাদ করে প্রকাশকরেছি। এগুলো আমার প্রস্তুতিরই অংশ। স্প্যানিশ ভাষায় আর কোনো বাঙালি উপন্যাস লিখেছেন কিনা জানি না, আমার চেষ্টা ছিল বা আছে। তবে এই উপন্যাসটা কিন্তু আমি বাংলাতেই লেখা শুরু করি। একদিন সকালে ৬ষ্ঠ অধ্যায় অনেকটা লিখে আমি খেয়াল করি, অবচেতনে আমি স্প্যানিশে লিখতে শুরু করেছি। এরপর আমি আবার প্রথম থেকে স্প্যানিশে লেখা শুরু করি। উপন্যাসের সেটিংস মেক্সিকো হওয়াতে স্প্যানিশ ভাষায় লিখতে সুবিধা হয়েছে।”

প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী ইসাবেল। বইটির অনুবাদের কপিরাইট বিক্রি করার জন্য চলমান ‘ফ্রাঙ্কফুর্ট বইমেলা ২০২৪’ এ প্রদর্শিত হচ্ছে। ইতোমধ্যে ইংরেজি, জার্মানি ও চীনা ভাষায় অনুবাদের কপিরাইট বিক্রি হয়েছে বলে প্রকাশনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগড়ির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ প্রিয় খবর 24
Theme Customized BY SHAKIL IT PARK