1. admin@priyokhabar24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উদ্যোক্তা গ্রুপের সহায়তায় যশোর শীতবস্ত্র বিতরণ ধামরাইয়ে উদ্যোক্তা গ্রুপের শীতবস্ত্র বিতরণ হাসিনা র-এর প্রত্যক্ষ মদদে ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করেছে : নিজাম উদ্দিন ফারুক সোনাইমুড়ীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ ও প্রবীণদের সন্মাননা প্রদান চাটখিলে আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক বিল্ডিং নির্মাণের অভিযোগ নোয়াখালীতে যুবদল নেতা শামিম ও মধুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল নোয়াখালীতে জামায়াতের কর্মী সম্মেলন চাটখিলে বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম, আহত-০৩ নোয়াখালী বাপুসের সহ-সভাপতির মাতৃবিয়োগ বৈষম্যের অবসান ঘটিয়ে মাওলানা সাদকে আনতে স্মারক লিপি প্রদান

প্রকাশ হলো ডা. নুসরাত জাহান দৃষ্টির ‘সেক্স এডুকেশন’

প্রিয় খবর 24 ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২৫ বার পঠিত

ডা. নুসরাত জাহান দৃষ্টি রচিত ‘সেক্স এডুকেশন’ নামে একটি গ্রন্থ প্রকাশ হয়েছে। ‘কুষ্টিয়া প্রকাশন’ থেকে বইটি পাওয়া যাচ্ছে ই-বুক আকারে এবং হার্ডকপিতেও। বইটি পাবেন অনলাইন বুকশপগুলোতে।

লেখক ডা. নুসরাত জাহান দৃষ্টির ভাষ্য, ‘সুখময় দাম্পত্য জীবনের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে সুন্দর একটি শারীরিক সম্পর্ক খুব জরুরি। ‘সেক্স এডুকেশন’ বইটি মূলত তেমন একটি সম্পর্ক তৈরিতে যেন ভূমিকা রাখতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই লেখা।’

তিনি মনে করেন, অন্যান্য শিক্ষার মতো ‘সেক্স এডুকেশন’ বা ‘যৌনশিক্ষা’ হুবহু এক ধরনের শিক্ষা না হলেও সঠিকভাবে জেনে নেওয়ার মতো অনেক বিষয় ‘সেক্স’-এর ক্ষেত্রে অবশ্যই রয়েছে। একটা বয়সে এসে সেটা জানা আরও বেশি প্রয়োজন হয়ে পড়ে। সে বিষয়গুলো না জানা থাকলে বরং ভুল পথে পরিচালিত হওয়ার সম্ভাবনা বেশি।

লেখক বলেন, ‘শারীরিক যেকোনও সমস্যা নিয়েই আমরা চিকিৎসকের শরণাপন্ন হই। কিন্তু এই বিষয়টি স্পর্শকাতর হওয়ার কারণে অনেকেই এ জাতীয় সমস্যাগুলো নিজেদের মধ্যে পুষে রাখেন বা নীরব থাকেন। অথবা কোথায় বলবেন, সেটা নিয়েও সংকোচে থাকেন বিধায় বলা হয় না।’

‘ফলে সমস্যা কিন্তু থেকেই যায়। যেখান থেকে অনেক সময় স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের ঘাটতি তৈরি হয়, কিংবা উভয়ের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। অথচ কিছু বিষয় বা কিছু কৌশল একটু জানা থাকলে, সেগুলো আসলে কোনও সমস্যার মধ্যেই পড়ে না। সে জন্যই কিছুটা সচেতনতা দরকার। সেই বিষয়গুলো জানতেই সাহায্য করবে ‘সেক্স এডুকেশন’ বইটি।’

প্রসঙ্গত, ডা. নুসরাত জাহান দৃষ্টি একজন সেক্সোলজিস্ট। চিকিৎসা বিজ্ঞানে তিনি এ বিষয়টি নিয়েই পড়াশোনা করেছেন। এ বিষয়ে তিনি কথা বলেন ‘SexEdu With Dr Dristy’ নামে তার জনপ্রিয় ইউটিউব চ্যানেলেও। তার পড়াশোনার আলোকে এবং তার রোগীদের সমস্যা নিয়ে বর্ণিত বিভিন্ন ধরনের অভিজ্ঞতার আলোকে মানুষের জন্য সেবামূলক মনোভাব নিয়ে এ বইটি লিখেছেন তিনি ।

যাদের কোনও সমস্যা নেই, তাদেরও যৌনজীবন আরও সুন্দর, আরও সুখময় করতে সাহায্য করবে ‘সেক্স এডুকেশন’ বইটি। এ বইটি সচেতন স্বামী-স্ত্রী বা নারী-পুরুষ উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। এ বইয়ে উল্লেখ করা নির্দিষ্ট বিষয়গুলো ছাড়াও অনেক উপকারে আসবে প্রশ্নোত্তর পর্বে ১৫০টির বেশি বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তরগুলোর মধ্যে।

Facebook Comments Box
এই ক্যাটাগড়ির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ প্রিয় খবর 24
Theme Customized BY SHAKIL IT PARK