1. admin@priyokhabar24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উদ্যোক্তা গ্রুপের সহায়তায় যশোর শীতবস্ত্র বিতরণ ধামরাইয়ে উদ্যোক্তা গ্রুপের শীতবস্ত্র বিতরণ হাসিনা র-এর প্রত্যক্ষ মদদে ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করেছে : নিজাম উদ্দিন ফারুক সোনাইমুড়ীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ ও প্রবীণদের সন্মাননা প্রদান চাটখিলে আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক বিল্ডিং নির্মাণের অভিযোগ নোয়াখালীতে যুবদল নেতা শামিম ও মধুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল নোয়াখালীতে জামায়াতের কর্মী সম্মেলন চাটখিলে বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম, আহত-০৩ নোয়াখালী বাপুসের সহ-সভাপতির মাতৃবিয়োগ বৈষম্যের অবসান ঘটিয়ে মাওলানা সাদকে আনতে স্মারক লিপি প্রদান

ঢাকার কনসার্টের আগে নতুন অ্যালবামের ঘোষণা পাকিস্তানের ‘জাল’ ব্যান্ডের

প্রিয় খবর 24 ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫ বার পঠিত

অ্যাসেনের আয়োজনে ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামে এক কনসার্টে শুক্রবার (২৭ জুলাই) ঢাকায় গাইবে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড দল ‘জাল’। জনপ্রিয় ‘আদাত’ অ্যালবামের ২০ বছর পূর্তি উদযাপনে দেশের দুটি ব্যান্ডকে নিয়ে তারা গান শোনাবে বাংলাদেশের শ্রোতাদের।

এর আগে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাজির হন দলের ভোকাল গওহর মুমতাজ। এসময় তিনি নতুন অ্যালবামের ঘোষণা দেন।

তিনি জানান, প্রায় এক দশক পর নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে ব্যান্ডটি। অ্যালবামের নাম রাখা হয়েছে ‘বারিশ’।

গওহর মুমতাজ বলেন, ‘বারিশ’ জালের নতুন অ্যালবাম, এটি আসছে ১০ বছর পর। এখানে সেই অ্যালবামের নাম ঘোষণা করলাম। পরেরবার যখন ঢাকায় আসব, তখন ‘বারিশ’র গান শোনাবো আপনাদের।

‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্টটি পূর্বাচল তিনশো ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনায় অনুষ্ঠিত হবে। জাল ব্যান্ডের জনপ্রিয় ‘আদাত’ অ্যালবামের ২০ বছর পূর্তি উদযাপনী এই কনসার্ট। এতে আরও গাইবে বাংলাদেশের ব্যান্ড ভাইকিংস ও অর্থহীন। একই সঙ্গে ভাইকিংস ব্যান্ডের ২৭ বছর পূর্তি উদযাপান করা হবে এই কনসার্টে।

সংবাদ সম্মেলনে ভাইকিংস ব্যান্ডের ভোকাল তন্ময় তানসেন বলেন, একটা ব্যান্ডের ২৭ বছর (ভাইকিংস ব্যান্ডের) পার করাটা বিশাল ব্যাপার। আমাদের আয়োজন ভিন্ন, প্রস্তুতি ভিন্ন, আমরা খুব এক্সাইটেড।

শুক্রবারের এই কনসার্টের মাধ্যমে দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছেন অর্থহীন ব্যান্ডের ভোকাল সুমন (বেসবাবা সুমন)। তার ফেরা প্রসঙ্গে অর্থহীন ব্যান্ডের সদস্য মার্ক বলেন, ব্যাক করাটা ওনার (সুমন) কাছে একটা বড় প্রেসার হয়ে যাচ্ছে। তবে তিনি এখন ভালো আছেন। আমরা কনসার্টটি নিয়ে অনেক এক্সাইটেড, কারণ এটা আমাদের কামব্যাক কনসার্ট। জালের সঙ্গে গান গাওয়াটাও আমাদের জন্য অনেক বড় ব্যাপার। অর্থহীন তাদের বেস্টটা দিতে যাচ্ছে এই কনসার্টে।

কনসার্টের আয়োজক প্রতিষ্ঠানের পক্ষে সংবাদ সম্মেলনে আনন্দ চৌধুরী বলেন, ‘আদাত’ অ্যালবামের ২০ বছর, ভাইকিংসের ২৭ বছর উদযাপন করা হবে। জাল কষ্ট করে এসেছে, অর্থহীনের সুমন ভাই মঞ্চে উঠতে রাজি হয়েছেন, এতকিছুর অংশীদার হয়ে আমাদের বেশ ভালো লাগছে।

Facebook Comments Box
এই ক্যাটাগড়ির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ প্রিয় খবর 24
Theme Customized BY SHAKIL IT PARK