ব্রাহ্মণবাড়িয়া: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৭ হাজার ৩০০ কেজি ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে মোট ছয়টি পিকআপভ্যানে করে এসব মাছ পাঠানো হয়।
এর আগে বেলা সাড়ে ১১টা ও বিকেলের দিকে মাছগুলো স্থলবন্দরে আনা হয়।
কাস্টমস ও সিঅ্যান্ডএফ সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রপ্তানির যে অনুমতি দিয়েছে সরকার, এরই অংশ হিসেবে আখাউড়া দিয়ে ৭ টন ৩০০ কেজি ইলিশ রপ্তানি করা হয়েছে। ভারতীয় আমদানিকারক প্রতিষ্ঠান আর জে ইন্টারন্যাশনাল ও হিনপ্যাক্ট ইন্টারন্যাশনাল কোলকাতার এসব মাছ আমদানি করে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশি রপ্তানিকারক প্রতিষ্ঠান স্বর্ণালি ট্রেডার্স ৪ টন ৩০০ কেজি ও বিডিএস করপোরেশন ৩ টন ইলিশ রপ্তানি করে। এসব মাছের সিঅ্যান্ডএফ করে আদনান ট্রেড ইন্টারন্যাশনাল ও ট্রেড লিংক ইন্টারন্যাশনাল। এ বন্দর দিয়ে প্রায় ২০০ টনের মতো মাছ রপ্তানির সম্ভাবনা রয়েছে। রপ্তানিকৃত প্রতিকেজি ইলিশের মূল্য ধরা হয়েছে ১০ ডলার করে। যা বাংলাদেশি টাকায় ১ হাজার ১৮০ টাকা। এতে আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ৭৩ হাজার ডলারের ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে।
আখাউড়া স্থলবন্দরের শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ইলিশ রপ্তানি হচ্ছে। রপ্তানির বিপরীতে জমা হওয়া কাগজপত্র দেখে ইলিশ যাওয়ার অনুমতি দেওয়া হয়। একেকটি মাছ এক কেজি ও এক কেজির নিচের ওজনের।